ধারাবাহিতভাবে সহজ পদ্ধতিতে শিখুন Microsoft Office Word (ব্যবহারিক নোট)
Microsoft Word কী?
আমেরিকার বিখ্যাত
Microsoft Corporation
কর্তৃক তৈরীকৃত মাইক্রোসফ্ট
অফিস প্যাকেজ প্রোগ্রামের অধিনস্ত Word Processing Software হলো Microsoft Word একে সংক্ষেপে
MS-Word বলা হয় এবং সারা বিশ্বে বহুল আলোচিত
ও ব্যবহৃত একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি প্রথমে DOS (Disk Operating system) ভিত্তিক ছিলো পরবর্তীতে এই প্রোগ্রামটি সম্পূর্ণ চিত্র ভিত্তিক হিসেবে
আত্মপ্রকাশ করে ফলে ব্যবহারকারীর কাছে আরোও জনপ্রিয় হয়ে উঠেছে। Microsoft Word হল
একটি ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার এই সফ্টওয়্যারের মাধ্যমে ব্যবহারকারী তার প্রয়োজনমত
প্রায় সকল কাজই করতে পারে যেমন: বাংলা এবং ইংরেজীসহ যে কোন ভাষার কিবোর্ড
লে-আউট ব্যবহার করে কম্পোজ, বিভ্ন্নি ধরণের সেপ তৈরী, ম্যাথামেটিক্যাল কাজ, ছবি সংযোজন
ও এডিটিং, প্রোজেক্ট প্রোফাইল তৈরী, চিঠিপত্র তৈরী, ড্রয়িং, ডায়াগ্রামসহ টেবিলের কাজ,
ডকুমেন্ট/ছবি প্রিন্ট এবং অফিসিয়াল সকল প্রকার
কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়।
বিঃদ্রঃ সকলের চাহিদার বিষয়টি মাথায় রেখে Microsoft Office 2007 ভার্সন দিয়েই প্রশিক্ষণ শুরু হচ্ছে, তবে কোন প্রাশিক্ষণার্থীর যদি আপডেট ভার্ষন গুলো নিয়ে কাজ করার আগ্রাহ থাকে বা কাজ করতে গিয়ে যদি কোন প্রাকার সমস্যা হয়, তাহলে আপনার সমস্যাটি লিখে বা স্ক্রীনসট নিয়ে আমাকে aboutmas@gmail.com মেইল করুন, Facebook-এ ম্যাসেজ (Facebook Link: https://web.facebook.com/masdigiedu) করুন অথবা ব্লগে কমেন্ট করুন।
***
মাইক্রোসফ্ট ওয়ার্ড ব্যবহারিক নোট
Microsoft Word [Session-1]
চলুন তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক:
পদ্ধতি: (খ) যারা ইউন্ডোজ সেভেন বা টেন ব্যবহার করেন তারা মাইক্রোসফ্ট ওয়ার্ড ওপেন করার জন্য Start Button এ ক্লিক করুন, Microsoft Office লিখা এর উপরে মাউপ ক্লিক করুন, এরপর Microsoft Office Word 2007 লিখার উপর Mouse Pointer নিয়ে গিয়ে একবার Click করুন, তা হলে Microsoft Word প্রোগ্রামটি Open হবে।
পদ্ধতি: (গ) যারা ইউন্ডোজ এলিভেন ব্যবহার করেন তারা মাইক্রোসফ্ট ওয়ার্ড ওপেন করার জন্য Start Button এ ক্লিক করুন, এরপর All Apps এ ক্লিক করুন, Microsoft Office লিখা এর উপরে মাউপ ক্লিক করুন, এরপর Microsoft Office Word 2007 লিখার উপর Mouse Pointer নিয়ে গিয়ে একবার Click করুন, তা হলে Microsoft Word প্রোগ্রামটি Open হবে।
Microsoft Word Program পরিপূর্ণভাবে Open হলে আমারা Microsoft Word Window ক্রীনটির সাথে পরিচিত হই:
মাইক্রোসফ্ট
ওয়ার্ড ওপেন করার পর আমারা নিম্নের চিত্রের ন্যায় একটি ইউন্ডো দেখে থাকি। আসুন
এবার আমরা জেনে নিই মাইক্রোসফ্ট ওয়ার্ডের স্ক্রীনের কোন অপশনটির কি নাম। আর এ বিষয়টি
সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকলে আপনি পরবর্তীতে কাজ করার সময় সহজেই অপশনগুলো খুজে
পাবেন।
1.3. Write Texts. নিচের Text গুলো টাইপ করুন এবং Courser Movement অনুশিলন করুন (1.4):-
A Quick Brown Fox Jumps Over The Lazy Dog.
1.4. Practice's Courser Movement (কার্সর বিভিন্ন দিকে সরানো)।
* কার্সর এক অক্ষর ডানে নিতে
|
® |
ডান এ্যারো কি চাপ দিন। |
*
কার্সর এক অক্ষর বামে নিতে
|
¬ |
বাম এ্যারো কি চাপ দিন। |
*
কার্সর এক লাইন উপরে নিতে
|
|
UP
- এ্যারো কি চাপ দিন। |
*
কার্সর এক লাইন নিচে নিতে
|
¯ |
Down
- এ্যারো কি চাপ দিন। |
*
কার্সর লাইনের শুরুতে নিতে
|
- |
Home কি চাপ দিন। |
*
কার্সর লাইনের শেষে নিতে
|
- |
End কি চাপ দিন। |
*
কার্সর ফাইলের শুরুতে নিতে
|
- |
Ctrl
+ Home কি চাপ দিন। |
* কার্সর ফাইলের শেষে নিতে
|
- |
Ctrl
+ End কি চাপ দিন। |
* কার্সর এক পর্দা উপরে নিতে
|
- |
Page
UP কি চাপ দিন। |
* কার্সর এক পর্দা নিচে নিতে
|
- |
Page
Down কি চাপ দিন।
|
1.5. Exit
from Microsoft Word. Microsoft Word হতে বের
হওয়ার পদ্ধতি:-
Office Button এ Click করুন
এরপর বাটনে ক্লিক করুন (প্রয়োজনে Yes/
No বাটনে Click করুন)
1.6. কম্পিউটার বন্ধ করার জন্য ব্যবহারকারীদের সুবিধার্থে তিনটি ভার্সনের ব্যবহার নিম্নে দেয়া হল, আপনার
পদ্ধতি: (ক) Computer Shut Down (For Windows XP):
Keyboard Command (Windows-XP): Alt + F4 এরপর U key Press করুন পরপর ২ (দুই) বার।
|
Start
Button এ Click করুন এরপর |
Button এ Click করুন |
Keyboard Command (Windows--7): Alt + F4 এরপর U key Press করুন পরপর ২ (দুই) বার।
Kneeboard Command (Windows-11): Alt + F4 এরপর তারপর Enter Key
একবার Press করুন।
অথবা
Topics To Day: New Document, File Open, Close file/document, Save, Save As,
Print Preview, Select Texts using Mouse and Keyboard, Practice Typing using by
(any) Type Tutor.
7 Key-board
Command = Ctrl + N
2.1. Close the Document (ডকুমেন্ট/ফাইল বন্ধ করা):-
পদ্ধতি:
বিঃদ্রঃ প্রয়োজনীয় ফাইল/ডকুমেন্ট বন্ধ করার পূর্বে ফাইল/ডকুমেন্টটি একবার সেভ করে নিন।
1. Office Button-এ ক্লিক Click করুন। এরপর Close
Button এ Click
করুন। (প্রয়োজনে Yes/No Button-এ Click).
Office
Button-এ Click করুন। এরপর Button-এ Click করুন। স্ক্রীনে Save As নামের একটি Dialog Box প্রদর্শিত হবে; উক্ত Save As
Dialog বক্সের ডান
দিক হতে প্রয়োজনীয় ডাইভ/ফোল্ডার সিলেক্ট করে File Name Box-এ কাজের ধরণ অনুযায়ী প্রয়োজনীয় ফাইলের
নাম/ডকুমেন্ট নাম টাইপ করে Save Button-এ Click করুন।
বিঃদ্রঃ
সাধারণতঃ ফাইল/ডকুমেন্ট সেভ কমান্ড দিলে বা সেভ করলে ফাইল/ডকুমেন্ট গুলো ""C Drive”এর
অধিনস্থ My Document -এ ডিফল্টভাবে Save হয়ে থাকে। ফাইল/ডকুমেন্ট Save করার সময় ‘C Drive’ ‘Desktop’ ‘My Document’ ইত্যাদির অধিনে ফাইল সেভ না করাই যুক্তিসংগত
বা বুদ্ধিমানের কাজ। কারণ যদি কোন কারণে আপনার কম্পিউটারটির Operating System-এর সমস্যা দেখা দেয় বা ভাইরাস জনিত কারণে
কোন সমস্যা দেখা দিলে উক্ত ফাইল বা ফোল্ডারের অধিনে সংরক্ষিত ফাইল/ফোল্ডার গুলো পূণঃরুদ্ধার
করা সমম্ভ নাও হতে পারে।
2.3. Open the
Document (সংরক্ষণ করা ফাইল খোলা):-
7 Key-board Command = Ctrl+O.
লিখা এক লাইন করে ব্লক/সিলেক্ট করতে = Shift চেপে ধরে বা ¯ চাপতে হবে।
লিখা কার্সর
হতে ফাইলের শুরু পর্যন্ত ব্লক/সিলেক্ট করতে = Shift + Ctrl + Home
লিখা কার্সর
হতে ফাইলের শেষ পর্যন্ত ব্লক/সিলেক্ট করতে = Shift + Ctrl + End
***
Microsoft Word [Session-3]
Topics To Day: A. Topics To Day (Clipboard Group) Cut, Copy, Paste, Undo, Repeat Clear (Redo).
সাধারণত কোন লিখা; ছবি বা শেপ এক স্থান থেকে অন্য স্থানে বা এক ওয়ার্কবুক/সীট থেকে অন্য ওয়ার্কবুক/সীটে নিয়ে যাওয়ার জন্য Cut Command-এর ব্যবহার করা হয়।
পদ্ধতি:
প্রয়োজনীয় কোন লিখা, ছবি বা শেপ কাট করার জন্য সর্ব প্রথমে তা সিলেক্ট বা ক্লক করতে হবে এর পর Home Tab হতে Cut Icon-এ ক্লিক করতে হবে। এরপর কাট করা লিখা, ছবি বা শেপ ওয়ার্কসীটের যে স্থানে নিতে/রাখতে চান; সেখানে কার্সর রেখে Paste Icon -এ ক্লিক করুন এবং ফলাফল লক্ষ্য করুন।
7 Key-board Command: Ctrl
+ X = Cut.
7 Key-board Command: Ctrl + V = Paste.
3.2. Copy & Paste করার পদ্ধতি বা ব্যবহার:-
সাধারণত কোন কান লিখা, ছবি বা শেপ
হুবুহুব কপি করে একটি ডকুমেন্ট বা ফাইল থেকে অন্য কোন ডকুমেন্ট বা ফাইল-এ নেয়ার
জন্য Copy Command-এর ব্যবহার করা হয়।
পদ্ধতি:
7 Key-board Command: Ctrl
+ C = Copy.
7 Key-board Command: Ctrl + V = Paste.
3.3. Undo করার পদ্ধতি বা ব্যবহার:-
সাধারণত কোন লিখা, সংখ্যা, ছবি বা শেপ ডিলিট (মুছা) করার পর,
তাৎক্ষনিকভাবে ফিরিয়ে আনার জন্য Undo Typing Command-এর ব্যবহার করা হয়।
পদ্ধতি:
v সাধারণত কোন লিখা, সংখ্যা, ছবি বা শেপ ডিলিট (মুছা) করার পর,
তাৎক্ষনিকভাবে ফিরিয়ে আনার জন্য আমরা Undo Command ব্যবহার
করি; আর Repeat Clear/Redo Clear Command এর কাজ হচ্ছে Undo Command ব্যবহার
করে ডিলিট করা যা কিছু পূণরায় ফিরিয়ে আনা হয় Repeat Clear/Redo Clear Command করে তার সবকিছু আবার ভ্যানিস করে দেয়া হয়।
v এক কথায় Undo Command ব্যবহার যে কাজটি হবে; Repeat Clear/Redo Clear Command ব্যববারে তার বিররিত কাজ করবে।
পদ্ধতি:
Repeat Clear/Redo Clear Command ব্যবহারের জন্য Customize Quick Access Toolbar হতে Repeat Clear/Redo Clear Icon-এ ক্লিক করুন এবং ফলাফল লক্ষ্য করুন আপনার ডিলিট করা সমস্ত লিখা, সংখ্যা, ছবি বা শেপ পূণরায় ভ্যানিস হয়ে গেছে।3.5. Font পরিবর্তন:
সাধারণত আমরা বাংলা বা ইংরেজী কোন কিছু লিখার পর লিখার ষ্টাইল (ধরণ) পরিবর্তন করার জন্য Font Icon টি ব্যবহার করে থাকি। নিম্নে Font পরিবর্তনের পদ্ধতি দেখানো হলো:-
পদ্ধতি:
সর্ব প্রথমে ওপেনকৃত পেজে যে কোন একটি লাইন টাইপ করুন এবং লাইনটি সিলেক্ট
বা ক্লক করুন। এরপর ফন্ট টেক্স বক্সের ড্রপডাউন বাটনে ক্লিক করুন এবং লক্ষ্য করুন
অনেক ভিন্ন ভিন্ন নামের লিষ্ট দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে Font । এবার আপনার পছন্দমত Font তালিকায় ক্লিক করুন এবং লক্ষ্য করুন আপনার সিলেক্টকৃত লিখাটির ধরণ
পরিবর্তন হয়ে গেছে।
[বিঃদ্রঃ ফন্ট লিষ্ট দেখার সময় লক্ষ্য করুন কিছু কিছু ফন্টের নামের শেষে MJ দুটি অক্ষর যুক্ত আছে (যেমন: SutonnyMJ, SutonnyCMJ, SutonnyEMJ, SutonnyOMJ) এগুলো হলো বাংলা ফন্ট, শুধু মাত্র বাংলা লিখার জন্য বা বাংলা লিখা পরিবর্তন করার জন্য ব্যবহর করা হয়।]
3.6. Font Size:
পরিবর্তন:
সাধারণত বাংলা বা ইংরেজী কোন কিছু লিখার পর লিখার সাইজ ছোট বা বড় করার জন্য Font Size Icon টি ব্যবহার করা হয়। নিম্নে Font Size ছোট/বড় করার পদ্ধতি দেখানো হলো:
পদ্ধতি:
(১) সর্ব প্রথমে ওপেনকৃত পেজে যে কোন একটি লাইন টাইপ করুন এবং লাইনটি সিলেক্ট বা ক্লক করুন। এরপর Font Size Icon টির ড্রপডাউন বাটনে ক্লিক করুন এবং লক্ষ্য করুন অনেক ভিন্ন ভিন্ন Size-এর নাম্বার দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে Font Size । এবার আপনার পছন্দমত Font Size নাম্বার-এ ক্লিক করুন এবং লক্ষ্য করুন আপনার সিলেক্টকৃত লিখাটির Size-এর ধরণ পরিবর্তন হচ্ছে।
পদ্ধতি:
(২) Grow Font (Increase the font size), Shrink Font (Decrease the font Size): উপরোক্ত ১ নং পদ্ধতি এবং নিম্নবর্ণিত কি-বোর্ড কমান্ড ছাড়াও Font Size ছোট বা বড় করার আরো একটি পদ্ধতি আছে তা Grow Font I-Con-এ ক্লিক করে, অর্থাৎ বড়-A চিহ্নিত আইকন-এ ক্লিক করলে (লিখা) দুই সাইজ ফন্ট বড় হবে এবং Shirnk Font I-Con অর্থাৎ ছোট-A চিহ্নিত আইকন-এ ক্লিক করলে (লিখা) দুই সাইজ ফন্ট ছোট হবে।
7 Key-board Command: Ctrl + ] = Increase the font size/Grow Font
7 Key-board Command: Ctrl + [ = Decrease the font size/Shirnk Font
3.7. লিখা Bold করার পদ্ধতি:
উদাহরণ: May Allah bless you (Bold)
May Allah bless you (None Bold)
7 Key-board Command: Ctrl + B = Bold
3.8. লিখা Italic করার পদ্ধতি:
পদ্ধতি: প্রয়োজনী Word, Line, Paragraph সিলেক্ট বা ব্লক করুন এরপর Font Group হতে I আইকন-এ ক্লিক করুন।
উদাহরণ: May Allah bless you (Italic)
May Allah bless you (None Italic)
7 Key-board Command: Ctrl + I = Italic
3.9. Underline করার পদ্ধতি:
পদ্ধতি: প্রয়োজনী Word, Line,
Paragraph সিলেক্ট বা ব্লক করুন এরপর Font Group হতে U আইকন-এ ক্লিক করুন।
উদাহরণ: May Allah bless you (Italic)
May Allah bless you (None Italic)
3.10. Subscript/Superscript করার
পদ্ধতি:
পদ্ধতি: সাধারণত অংক, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা Equation তৈরীর
ক্ষেত্রে Subscript এবং Superceript-এর ব্যবহার হয়ে থাকে।
যেমন (Subscript): CO2 (Carbon dioxide) লিখার জন্য প্রথমে CO2 লিখুন, এবার
শুধুমাত্র 2 লিখাকে ব্লক করুন (যেমন CO2), এরপর Font Group (২য় লাইনে ৫নং
আইকন) হতে Subscript আইকন-এ ক্লিক করুন এবং লক্ষ্য করুন Carbon dioxide লিখাটির সংক্ষিপ্তরূপটি এমন হয়েছে CO2
7 Key-board Command: Ctrl + = =Subscript.
3.11. Superscript করার পদ্ধতি:
যেমন (Superscript): মনে করুন আমরা এই (a+b)2 =
a2+2ab+b2 সূত্রটি লিখবো সূত্রটি
লিখার জন্য প্রথমে (a+b)2 = a2+2ab+b2 লিখুন, এবার
শুধুমাত্র 2 লিখাকে ব্লক করুন (যেমন CO2), এরপর Font Group (২য় লাইনে ৬নং
আইকন) হতে Superscript আইকন-এ ক্লিক করুন এবং লক্ষ্য করুন (a+b)2
এমন দেখাচ্ছে, ঠিক একইভাবে পরবর্তী 2 লিখাগুলোকে একটি একটি ব্লক করুন Superscript আইকন-এ ক্লিক করুন তাহলে সম্পূর্ণ সূত্রটি এমন (a+b)2 = a2+2ab+b2 দেখাবে।
7 Key-board Command: Ctrl +Shift + + = Superscript
3.12.
Change Case করার পদ্ধতি:
Change
Case-এর উদাহরণ দেখার পূর্বে নিম্নের লাইনটি কম্পোজ
করুন।
There
Is No God But Allah, Mohammad (S:) Is a Messenger Of Allah.
এবার লাইনটি সিলেক্ট করুন। >>
তারপর Font Group (২য় লাইনে ৭নং আইকন) হতে Change Case আইকন-এর 6 (ড্রপডাউন চিহ্নিত) বাটনে ক্লিক করুন (যেমন: Sentence case, lowercase, UPPERCASE, Capitalize Each Word, tOGGLE cASE) একটি প্যলেট লিষ্ট দেখা যাবে। এবার ভিন্ন ভিন্ন Case-এর উপর ক্লিক করুন এবং আপনার সিলেক্টকৃত লাইন-এর দিকে লক্ষ্য করুন।
7 Key-board Command: Shift + = F3
বিঃদ্রঃ উপরোক্ত কি-বোর্ড কমান্ড এর সাহায্যে ৩টি Case পরিবর্তন হবে যেমন: UPPERCASE, lowercase এবং Capitalize Each Word.
3.13. Text Highlight colorকরার পদ্ধতি:
Text Highlight
color-করার পূর্বে নিম্নের লাইনটি কম্পোজ করুন।
There
Is No God But Allah, Mohammad (S:) Is a Messenger Of Allah.
তারপর Font Group (২য় লাইনে ৮নং আইকন) হতে Text Highlight Color আইকন-এর 6 (ড্রপডাউন চিহ্নিত) বাটনে ক্লিক করুন একটি Text Highlight Color প্যলেট বের হয়ে আসবে। এবার ভিন্ন ভিন্ন Color-এর মধ্য হতে আপনার পছন্দ মত একটি Text Highlight Color-এর উপর ক্লিক করুন এবং আপনার সিলেক্টকৃত লাইন-এর দিকে লক্ষ্য করুন।
3.14. Font
Color (Change
the text color) করার
পদ্ধতি:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDFN0CPr6OorDC4gD_6f39g4YfvHdny6zC105EQJGHbpCLCJsRzId3K5wG8bSjUJVZk2UMOLVrgiozDUCV4pxbJsi1j9LFCmE_29oRi_P9uGWDRhjXiM2E4zMsI2uD31WRDhOD2LAHQkn2B3ztFipugu63F5q3rLcjzPRP11JDL5lBQD9Qttvuw8xriQ/s16000/Font%20Color%20Change.jpg)
There
Is No God But Allah, Mohammad (S:) Is a Messenger Of Allah. এবার লাইনটি সিলেক্ট করুন >>
তারপর Font Group (২য় লাইনে ৯নং আইকন) হতে Font
Color-আইকন-এর 6 (ড্রপডাউন চিহ্নিত) বাটনে ক্লিক করুন একটি Color প্যলেট বের হয়ে
আসবে। এবার ভিন্ন ভিন্ন Color-এর মধ্য হতে আপনার পছন্দ মত একটি Color-এর উপর ক্লিক করুন এবং আপনার সিলেক্টকৃত লাইন-এর দিকে লক্ষ্য করুন।
***
C. Topics To Day “Paragraph Group”: Bullets, Numbering, Decrease Indent, Increase Indent, Align Text, Line Spacing.
3.15. Bullets সংযোজন করার পদ্ধতি:
Knowledge is power.
Many drops make a shower
Will run continuously >>>
কোন মন্তব্য নেই