GOOD NEWS ! সুখবর
আলহামদুলিল্লাহ্
শুরুতে সবাইকে MAS BD Institute, Channel এবং Digital Education ব্লগ সাইটটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০০০ সাল থেকে আমি কম্পিউটারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমি অফিস প্যাকেজ প্রোগ্রামসহ,
গ্রাফিক্স ডিজাইন, ইডিটিং ও অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি।
ইনশাআল্লাহ্ আল্লাহর রহমতে আমার অনেক ছাত্র/ছাত্রী প্রশিক্ষণগ্রহণ করে দেশে
এবং দেশের বাইরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সফলতার সহিত কাজ করছে। এছাড়া তারা কর্মরত অবস্থায়
কোন সমস্যায় পড়লে এবং আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের ফ্রি সাপোর্ট দিয়ে থাকি।
আমার সকল ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সবাই আমাকে অনুরোধ
করেছেন আমি যেন তাদের কাজের এবং প্রশিক্ষণের সুবিধার্থে প্রয়োজনীয় সকল ব্যবহারিক
বিষয়গুলো নিয়ে ব্লগারে পোষ্ট করি, সেই অনুপ্রেরণায় আমি প্রশিক্ষণের সকল বিষয় নিয়ে
পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে লিখা শুরু করলাম, তোমরা উপকৃত হলেই আমার লিখার স্বার্থকতা
পরিপূণ হবে ইনশাল্লাহ্...
এছাড়া যারা কম্পিউটার প্রশিক্ষণ জগতে নতুন তারা যদি নিজেকে একজন দক্ষ কম্পিউটার
ইউজার হিসেবে গড়ে তুলতে চাই বা আগ্রহী থাকে, তারা প্রত্যেকেই এই ব্লগটির সাথে যুক্ত থেকে নিয়মিত
ধারাবাহিক পোষ্টগুলো ফলো করে নিজেকে একজন দক্ষ কম্পিউটার ব্যবহারকারী হিসেবে গড়ে
তুলতে পারবে বলে আমি মনে করি।
এই ব্লগে কম্পিউটার
ফান্ডামেন্টার বিষয়গুলোসহ ধারাবাহিকভাবে মাইক্রোসফ্ট অফিস প্যাকেজ প্রোগ্রামের
মধ্য হতে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো (যে প্রোগ্রামগুলো দেশে এবং দেশের বাইরে
ব্যবহার করা হয়ে থাকে) নিয়ে আলোচনা করা হবে। সেই সাথে থাকবে ইন্টারনেট, গ্রাফিক্স
ডিজাইনসহ আরোও অন্যান্য বিষয়ের ব্লগ এবং টিউটোরিয়াল... তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো
সম্পর্কে আরোও জানতে বা দেখতে এই ব্লগ পেজটির প্রতিটি মেনু এবং পোষ্টগুলো ভালো করে
দেখার অনুরোধ রইল।
এছাড়া ব্যবহারিক বিষয় ভিত্তিক যে কোনো সমস্যা হলে বা বুঝতে না পারলে আমার সাথে শেয়ার করলে আমি আমার সব্বোর্চ চেষ্টা দিয়ে সহযোগীতা করবো ইনশাআল্লাহ...
চলুন-ধারাবাহিকভাবে ব্লগগুলোদেখতে এখানে ক্লিক করুন
বিঃদ্রঃ MAS BD Institute, Channel টি চ্যানেলটি প্রক্রিয়াধীন রয়েছে...
কোন মন্তব্য নেই