Model Test Suggestion


Institute of Health Technology, Rajshahi.
Model Test Exam
Computer Practical Suggestion
Subject: Microsoft Office Word-2007
1.      এম.এস ওয়ার্ড ওপেন করে নিজ নিজ নামে ১টি ফাইল তৈরী কর।
2.     পেজ সেটাপ তৈরী কর: Top: .75’’, Bottom: .6’’, Left: 1.25’’, Right: .75’’; Legal Size Paper সংযোজন করে দেখাও।
3.    প্রিন্ট ডায়ালগ বক্স ডিটেইলস ব্যাখ্যা কর।
4.      Institute of Health Technology, Rajshahi. লিখে Cut Paste. Copy Paste, Bold, Italic, Underline, Font color change এর ব্যবহার দেখাও।
5.     Header & Footer এর ব্যবহার দেখাও।
6.     নিজ নামে তৈরীকৃত ফাইলটিতে অতিরিক্ত আরোও ১০টি পেজ সংযোজন কর এবং পেজ নাম্বার সংযোজন করে দেখাও।
7.     ডকুমেন্টে একটি ছবি ইনসার্ট করে Picture Tool bar-এর ব্যবহার দেখাও।
8.     যে কোন ১০টি Symbol Insert করে দেখাও।
9.     একটি পেজকে ৩টি কলামে বিভক্ত করে দেখাও।
10. পেজ বর্ডার সংযোজন করে দেখাও।
11.  Spelling and grammar-এর ব্যবহার দেখাও।
12. ৫টি কলাম এবং ৫টি রো নিয়ে একটি টেবিল তৈরী কর সেই সাথে Insert Column and Row সংযোজন সহ Delete করে দেখাও।
13.Marge Cells and Split Cells-এর ব্যবহার দেখাও।
14.  Split Table-এর ব্যবহার দেখাও।
15. Insert Word Art-এর ব্যবহার দেখাও।
 ------------------------------------------------- eô------------------------------------------------
Institute of Health Technology, Rajshahi.
Model Test Exam
Computer Practical Suggestion
Subject: Microsoft Excel-2007
১. মাইক্রোসফ্ট এক্সেল ওপেন করে নিজ নিজ নামে ১টি ফাইল তৈরী কর।
২. পেজ সেটাপ তৈরী কর: Top: .75², Bottom: .5², Left: 1.5², Right: .5² সহ Paper Orientation Landscape করে দেখাও।
৩. Print Dialog box Open করে প্রয়োজনীয় Option গুলো ব্যাখা কর।
৪. Institute of Health Technology, Rajshahi. লিখে Cut Paste & Copy Paste এর ব্যবহার দেখাও।
৫. Header & Footer সহ Page Number-এর ব্যবহার দেখাও।
৬. Find, Replace & Go to Option-এর ব্যবহার করে দেখাও।
৭. কিছু কাল্পনিক তথ্য নিয়ে Column, Line & Pie Chart-এর ব্যবহার দেখাও।
৮. Insert Rows, Columns, Worksheet-সহ Delete Rows, Columns and Worksheet-এর ব্যবহার দেখাও।
৯. ১০জন ছাত্র/ছাত্রীর Roll, Name, Subject, Maximum, Minimum, Average, Total, Pass/Fail, GPA ইত্যাদি Field গুলো সংযোজন করে Result Sheet তৈরী করে দেখাও । [বিঃদ্রঃ ছকটি নিম্নরূপ হবে]
    Result Sheet

10. নিম্নবর্ণিত Field গুলো ব্যবহার করে একটি Salary Sheet তৈরী করে দেখাও । [বিঃদ্রঃ ছকটি নিম্নরূপ হবে]
    Salary Sheet
 ------------------------------------------------- eô------------------------------------------------

 Institute of Health Technology, Rajshahi.
Model Test Exam
Computer Practical Suggestion
Subject: Microsoft PowerPoint-2007
1.            মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট ওপেন করে ১০টি নতুন স্লাইড সংযোজন করে নিজ নামে ১টি ফাইল তৈরী কর।
2.           প্রতিটি স্লাইডে ভিন্ন ভিন্ন Background Design সংরযাজন করে দেখাও।
3.          ১ম স্লাইডে ওয়েল-কাম, ২য় স্লাইডে নিজ পরিচিতি, ৩য় স্লাইডে কিছু নরমাল টেক্স, ৪ থেকে ৯ নং স্লাইডে ছবি সংযোজন এবং ১০ নং স্লাইডে ওয়ার্ডআর্ট ব্যবহার করে ধন্যবাদ লিখ।
4.            মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্টে কিভাবে Chart তৈরী করা যায়।
5.           মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্টে কিভাবে স্লাইড ইফেক্ট দেয়া যায়।
6.           মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্টে কিভাবে টেক্স ইফেক্ট (এ্যানিমেশন) দেয়া যায়।
7.           মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্টের একটি Presentation কে কিভাবে Continuously Run করা যায়।
8.           Slide (Presentation) কিভাবে Video/Audio সংযোজন করা যায়।
9.           Slide (Presentation) কিভাবে প্রিন্ট করা যায়, প্রিন্ট ডায়ালগবক্স ব্যাখ্যা কর।
10.       Slide (Presentation) কিভাবে Full Screen Run-এ করানো যায়।
 ------------------------------------------------- eô------------------------------------------------

Institute of Health Technology, Rajshahi.
Model Test Exam
Computer Practical Suggestion
Subject: Microsoft Access-2007
১.   Salary Sheet নামে ১টি File Create (সেভ/সংরক্ষণ)কর এবং ID_No, E_Name, F_Name, District, Position, J_Date, Salary, Picture ফিল্ড নিয়ে একটি Table তৈরী করে ১০ জন ব্যক্তির নামে ১০টি ডেটা এন্ট্রি করে দেখাও।
২.   ID_No, E_Name, F_Name, District, Position, J_Date, Salary, Picture ফিল্ড নিয়ে একটি Form Design করে দেখাও এবং Label ব্যবহার করে From Header-এ Salary Sheet লিখে দেখাও।
৩.   ID_No, E_Name, District, Position, Salary ফিল্ড নিয়ে ১টি Report তেরী করে দেখাও।
৪.   ID_No, Name, Position, Salary ফিল্ড নিয়ে Query তেরী করে দেখাও।
৫.   IHT নামে একটি Database Table তৈরী কর, যার ফিল্ড সমূহ হবে ID, Name, Salary, Department এবং উক্ত Table এর মধ্যে “XYZ” এবং Salary>=Tk. 10000 টাকা তার তালিকা প্রকাশ কর।
৬.   Student নামে একটি Database Table তৈরী কর, যার ফিল্ড সমূহ হবে ID, Name, Department এবং Teacher নামে একটি Database Table তৈরী কর, যার ফিল্ড সমুহ হবে ID, Name, Department এবং Salary. উক্ত Table দু’টি হতে যে সমস্ত Student এবং Teacher এর “DepartmentComputer তাদের তালিকা প্রকাশ কর।
৭.   IHT নামের ফাইলটি দিয়ে একটি Form Design করে এবং Page Header-এ Label ব্যবহার করে Form-এর নাম এবং Page Footer-এ Page Number দিয়ে দেখাও।
৮.   IHT নামের ফাইলটি ব্যবহার করে অতিরিক্ত ১টি Column বৃদ্ধি কর এবং এরপর অতিরিক্ত Column-টি Delete করে দেখাও।
৯.     একই সঙ্গে দু’টি Table ব্যবহার করে ২+২=৪টি Field নিয়ে Queries এবং Report তেরী করে দেখাও।
১০. দু’টি Table ব্যবহার করে Relationship তেরী করে দেখাও।
 ------------------------------------------------- eô------------------------------------------------

Institute of Health Technology, Rajshahi.
Model Test Exam
Computer Practical Suggestion
Subject: Internet
1.      What is Internet?
2.      What is Protocols?
3.      Sort History of Internet.
4.      Installation of USB Modem.
5.      Use of Internet Browsing software.
6.      Introducing of Internet explorer (Mozilla Firefox Software)
7.      What is E-mail?
8.      Create of E-mail Account & Access.
9.      Introducing of E-mail Compose, Mail Address box, CC, BCC, mail Send, Attach File/Pictures and Others I-con.
10.  Introducing of E-mail Inbox, Draft, Sent, Trash and Delete mail, Reply, Replay All or Forward.

 ------------------------------------------------- End------------------------------------------------


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.